ব্যাংকে বোমার ভয় দেখিয়ে কোটি টাকা দাবি, যুবক আটক

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেডের জয়দেবপুর শাখায় বোমা হামলার ভয় দেখিয়ে কোটি টাকা দাবি করায় এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক আবু বকরের (২৭) সাথে থাকা ব্যাগের বোমাটি নিস্ক্রিয় করেছে পুলিশ।

ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. শামীম জানান, দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের ব্যাংকের জয়দেবপুর চৌরাস্তা শাখায় এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে শাখা ম্যানেজার ফরিদ আহমেদের কক্ষে প্রবেশ করে। পরে তার ব্যাগে থাকা বোমা ফাটানোর ভয়ে দেখিয়ে টাকা দাবি করে ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়া জানান, দাবি করা টাকা না দিলে যুবকের ব্যাগে থাকা বোমা বিস্ফোরণের ভয় দেখালে পুলিশে খবর দেয় শাখা ব্যবস্থাপক। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে এবং ওই যুবককে আটক করে।

পরে ঢাকা থেকে নিস্ক্রিয়করণ টিম এসে বোমাটি নিস্ক্রিয় করে। আটক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।