ব্যাংক কখনো টাকার অভাবে বন্ধ হয় না: অর্থমন্ত্রী

ব্যাংক কখনো টাকার অভাবে বন্ধ হয় না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে পদ্মা ব্যাংক লিমিটেড-এর প্রথম বার্ষিক ব্যবসা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংক কখনো টাকার অভাবে বন্ধ হয় না, বন্ধ হয় অব্যবস্থাপনার কারণে। তাই বেসরকারি ব্যাংকগুলোকে এদিকে নজর দিতে হবে।

তিনি বলেন, গত পাঁচ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অন্য যেকোনো দেশের তুলনায় বেশি। পদ্মা ব্যাংক আশা করছি পদ্মা নদীর মতোই এগিয়ে যাবে।

মুস্তফা কামাল বলেন, ‘যা করবো সততার সাথে করবো। এমনভাবে পলিসি করবো, যাতে সবাই উপকৃত হয়। ব্যাংকে দক্ষ ও সৎ কর্মকর্তারা কাজ করবেন।’

এ সময় পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও শেষ পর্যন্ত সমস্যা থেকে বের হতে পেরেছি। খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি নতুন আমানত সংগ্রহের চেষ্টা করছি। চেষ্টা করছি সততা দক্ষতা ও নিষ্ঠায় যেন কোনো খাদ না থাকে।’

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এহসান খসরু বলেন, ‘ইতোমধ্যে ব্যাংকের কর্মকাণ্ডে পরিবর্তন এনেছি। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আছে আমাদের। সেগুলো বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল, জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা সামসুদ্দোহা, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত প্রমুখ।

আজকের বাজার/এমএইচ