‘ব্রাজিল বাড়ি’ দেখতে যাচ্ছেন দূতাবাস কর্মকর্তারা

নারায়ণগঞ্জের সেই ‘ব্রাজিল বাড়ি’ দেখতে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তারা।

বাড়ির মালিক জয়নাল আবেদীন টুটুল জানান, আগামী ২২ জুন তাদের ফতুল্লায় যাওয়ার কথা রয়েছে।

টুটুল বলেন, ‘প্রিয় দলের পতাকার রঙে বাড়ি সাজানোর পর থেকেই এটি ‘ব্রাজিল বাড়ি’ হিসেবে পরিচিত লাভ করেছে। এ বাড়ি নিয়ে এত আলোচনা হবে তা কখনো ভাবতে পারিনি। এমন কাজ করায় শুরুতে আমাকে অনেকে পাগল বলেছে। এখন তারাই আমাকে নানা ভাবে উৎসাহিত করছে।’

প্রসঙ্গত, ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল খেলায় নারায়ণগঞ্জ ফতুল্লার লালপুরে নিজেদের দোতলা বাড়িটি ব্রাজিলের পতাকার আদলে রঙ করেন টুটুল। ২০১৪ সালে বাড়িটির ভাঙার কাজ চলায় সেবারের বিশ্বকাপে বাড়ির রঙ পরিবর্তন করা যায়নি। তবে এবার নতুন ছয়তলা ভবনের পুরোটা জুড়েই সাজিয়েছেন ব্রাজিলের পতাকায়। এরই মধ্যে এই বাড়িটি ‘ব্রাজিল বাড়ি’ হিসেবে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

আরজেড/