ব্রাহ্মণবাড়িয়া-২: স্থগিত ৩ কেন্দ্রের ভোট ৯ জানুয়ারি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটগ্রহণ স্থগিত হওয়া তিনটি কেন্দ্রে আগামী ৯ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

মঙ্গলবার,২ জানুয়ারী ২০১৯ নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থগিত ওই তিনটি কেন্দ্র হচ্ছে- যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ওই তিন কেন্দ্রে মোট ভোটার ১০ হাজার ৫৭৪। প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯টি।

এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাঈনউদ্দিন মঈন কলার ছড়া প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।

এর আগে ভোটের দিন গোলযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন ইসি। এছাড়া, গাইবান্ধা-৩ আসনের এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন আগামী ২৭ জানুয়ারি হবে।

আজকের বাজার/এমএইচ