ব্রিটেনে রপ্তানি কমেছে

চলতি ২০১৬-১৭ অর্থবছরের ১১ মাসে ব্রিটেনে পণ্য রপ্তানি ৫.৬০ শতাংশ কমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (ইপিবি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২১৬-১৭ অর্থবছরের জুলাই-মে মেয়াদে ব্রিটেনে রপ্তানি হয়েছে ৩.২৫ বিলিয়ন ডলারের পণ্য। এর আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩.৪৪ বিলিয়ন ডলার।

সে হিসেবে ১১ মাসে বাংলাদেশ থেকে ব্রিটেনে ৫.৬০ শতাংশ পণ্য কম রপ্তানি হয়েছে।

বলা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার (বেক্সিট) প্রক্রিয়া শুরুর কারণে তার নেতিবাচক প্রভাব পড়েছে।

কমনওয়েলথ প্রশাসনের এক বিশ্লেষণে দেখানো হয়েছে, শুল্কের হিসাব-নিকাশে ব্রেক্সিটের পর কমনওয়েলথের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি প্রভাব পড়বে।

দেশের একটি ইংরেজি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, বেক্সিটের পর বাংলাদেশকে ৪০ কোটি ডলার আমদানি শুল্ক গুণতে হবে; যা ব্রিটেনে বার্ষিক রপ্তানির প্রায় ১১ শতাংশ। একইসঙ্গে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য পলিসি নিয়েও পুনরায় বসতে হবে।

গত অর্থবছরের দেশটিতে বাংলাদেশের মোট রপ্তানি ৩.৮১ বিলিয়ন ডলার।

আজকের বাজার: আরআর/ ১০ জুন ২০১৭