ব্লক মার্কেটে লেনদেন ৫১ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪১টি কোম্পানি কোম্পানির ৫১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে তিন কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৩৩ কোটি টাকার।কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৭৫ লাখ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আমান ফিডের ৯ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জিবিবি পাওয়ারের ৮ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার টাকার।

এছাড়া, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ২ কোটি টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার টাকার, এসিআইর ৮৬ লাখ ৫৩ হাজার টাকার, কেয়া কসমেটিকের ৮১ লাখ ৭৮ হাজার টাকার, প্রিমিয়ার সিমেন্টের ৭২ লাখ ১৬ হাজার টাকার, ফার কেমিক্যালের ৬৯ লাখ ৮২ হাজার টাকার, বেক্সিমকোর ৬৮ লাখ ৪০ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৬৭ লাখ ৭৯ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৬০ লাখ টাকার, ন্যাশনাল ব্যাংকের ৫৫ লাখ ৮০ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৫১ লাখ টাকার, ডেল্টা লাইফের ৪২ লাখ ৩০ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৩৭ লাখ ২৯ হাজার টাকার, মোজাফফর হোসেনের ৩৭ লাখ ১৬ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৩৫ লাখ ২৩ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ৩৪ লাখ ৪৪ হাজার টাকার, মেঘনা লাইফের ৩৩ লাখ ৪৫ হাজার টাকার, আলিফের ৩১ লাখ ৪০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৮ হাজার টাকার, পেনিনসুলার ২৫ লাখ ৭৮ হাজার টাকার, ডাচ বাংলা ব্যাংকের ২০ লাখ ৪২ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ১৮ লাখ ৯৭ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৭ লাখ টাকার, বারাকা পাওয়ারের ১৬ লাখ ৬ হাজার টাকার, নূরানীর ১৫ লাখ ২৬ হাজার টাকার, রেনাটার ১৫ লাখ ১৭ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১৫ লাখ ১২ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১২ লাখ ৩৬ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ১১ লাখ ৬৯ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৯ লাখ ৯০ হাজার টাকার, রবি আজিয়াটার ৯ লাখ ৬৮ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৭ লাখ ৪৮ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৭ লাখ টাকার, পাওয়ার গ্রীডের ৬ লাখ ৯ হাজার টাকার, কপার টেকের ৫ লাখ ৯৮ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ৯২ হাজার টাকার, দেশবন্ধুর ৫ লাখ ২৮ হাজার টাকার লেনদেন হয়েছে।