ব্লক মার্কেটে ৭৭ কোটি টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহজুড়ে ৩২ টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ কোটি ৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কনফিডেন্স সিমেন্টের। কোম্পানির ৭ লাখ ৮৬ হাজার ৪৭৫ টি শেয়ার ১৭ কোটি ২০ লাখ টাকায় লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীন ফোন। কোম্পানির ৩ লাখ ৮০ হাজার শেয়ার ১৩ কোটি ৯৪ লাখ টাকায় লেনদেন হয়েছে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় স্থানে অবস্থান করছে। কোম্পানির ৫ লাখ ২৪ হাজার ১৯৪ টি শেয়ার ১০ কোটি ৫৮ লাখ টাকায় লেনদেন হয়েছে।

এছাড়া আমান ফিড ৩০ লাখ টাকা, বার্জার পেইন্টের ৫ লাখ টাকা, বৃটিশ আমেরিকান টেবাকোর ৭ কোটি ১১ লাখ টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৮১ লাখ টাকা, স্টাইল ক্রাফটের ১৭ লাখ টাকা, ইউনাইটেড পাওয়ারের ৬ কোটি ৪৬ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৬ লাখ টাকা, খুলনা পাওয়ারের ৪ কোটি ৬৩ লাখ টাকা, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৩৬ লাখ টাকা, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫১ লাখ টাকা, সিঙ্গার বিডির ১ কোটি ৫৫ লাখ টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ৭ লাখ টাকা, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৫ লাখ টাকা, এসিআই লিমিটেডের ৭ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ লাখ টাকা, একটিভ ফাইনের ৪৯ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৫ লাখ টাকা, লাফার্জ হোলসিমের ১ কোটি ৯৫ লাখ টাকা, নূরানী ডাইংয়ের ৯ লাখ টাকা, উসমানিয়া গ্লাসের ৫ লাখ টাকা, ওয়েস্টার্ন মেরিনের ২৬ লাখ টাকা, নিটল ইন্স্যুরেন্সের ২ কোটি ৪৮ লাখ টাকা, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৮ লাখ টাকা, শাশা ডেনিমের ১৩ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৬ লাখ টাকা, ঢাকা ব্যাংকের ৪৯ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংকের ৩ কোটি ৭৪ লাখ টাকা, ইফাদ অটোসের ৩৬ লাখ টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩৪ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।