ব্লু হোয়েল নিয়ে বিটিআরসিকে তদন্তের নির্দেশ

বহুল আলোচিত ব্লু হোয়েল গেম খেলে বাংলাদেশের কেউ আত্মহত্যায় প্ররোচিত হয়েছিলেন কি না এবং বাংলাদেশে থেকে এই গেম খেলা হচ্ছে কি না- তা তদন্তে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

৯ অক্টোবর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ নির্দেশনার কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিটিআরসির চেয়ারম্যানকে এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা শুনেছি, ইন্টারনেট নির্ভর একটি গেমে আসক্তি হয়ে একজন আত্মহত্যা করেছে। এ ঘটনাটা আমরা শোনার সঙ্গে সঙ্গে বিটিআরসি চেয়ারম্যানকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

উল্লেখ, গত বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডির সেন্ট্রাল রোডে একটি বাসা থেকে কিশোরী স্বর্ণার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ‘ব্লু হোয়েল’ গেমসে আসক্ত হয়ে স্বর্ণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে মনে করছে তার পরিবারের সদস্যরা।

আজকের বাজার:এলকে/এলকে ৯ অক্টোবর ২০১৭