ভবিষ্যতে ইন্টার মিয়ামিতে মেসির সাথে জুটি বাঁধতে চান নেইমার

ভবিষ্যতে ইন্টার মিয়ামিতে আবারো লিওনের মেসির সাথে একই দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
তারা দুজন বেশ ভাল বন্ধু। বার্সেলোনা ও পিএসজিতে তারা একসাথে খেলেছেন। কিন্তু গত অক্টোবরে হাঁটুর ইনজুরিতে পড়ে এখনো মাঠের বাইরে থাকাও এবারের গ্রীষ্মে কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে তার খেলা হচ্ছেনা, যে কারনে আর্জেন্টাইন  মেসির মুখোমুখি হবার সম্ভাবনাও শেষ হয়ে গেছে।
২০২৩ সালের গ্রীষ্মে মেসিকে দলে নেবার পর মিয়ামি একে একে তার বার্সেলোনা সতীর্থ সার্জিও বাসকুয়েটস, জোর্দি আলবা ও লুইস সুয়ারেজকে দলে ভিড়িয়েছে।
মেসি কি তার বন্ধুকে মিয়ামিতে নিয়ে যাচ্ছে কিনা অথবা নেইমার নিজেই মিয়ামিতে খেলতে আগ্রহী কিনা এমন প্রশ্নের উত্তরে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘আশা করছি আবারো আমরা একই ক্লাবে খেলতে পারবো। লিও একজন অসাধারণ মানুষ। সবাই তাকে ফুটবলের মাধ্যমেই চিনে। আমি মনে করি এই মুহূর্তে সে দারুন আনন্দে আছে। আর সে যদি খুশী থাকে তবে আমিও খুশী।’
আল-হিলালের এই ফরোয়ার্ড আগস্ট পর্যন্ত মাঠের বাইরে চলে গেছেন। শনিবার তিনি বাহরাইন গ্র্যান্ড প্রি ফমূর্লা ওয়ান দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
পিএসজির হয়ে নেইমার ও মেসি লিগ শিরোপা জয় করেছেন। কিন্তু প্যারিসের জায়ান্টদের চ্যাম্পিয়ন্স লিগ সাফল্য দিতে পারেননি। ৩২ বছর বয়সী নেইমার স্বীকার করেছেন পিএসজিতে তারা যে একসাথে ছিলেন ঐ সময়টা ছিল ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়। দুজনই ২০২৩ সালে পিএসজি ছাড়েন। মেসি  মেজর লিগ সকারে(এমএলস) ও নেইমার দুই বছরের চুক্তিতে সৌদি পেশাদার লিগের ক্লাব আল হিলালে যোগ দেন।
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার পিএসজিতে থাকার সময়ই এমএলএস’এ খেলার আগ্রহ দেখিয়েছিলেন। গত বছর যখন তাকে প্রশ্ন করা হয়েছিল ব্রাজিলে থেকে তিনি অবসর নিবেন কিনা এমন প্রশ্নের উত্তরে নেইমার বলেছেন, ‘আমি জানি না। এটা নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। জানি না ব্রাজিলে আবারো খেলা হবে কিনা। আমি যুক্তরাষ্ট্রে খেলতে অবশ্যই পছন্দ করবো। সত্যি বলতে কি অন্তত এক মৌসুম আমি সেখানে খেলতে চাই।’ (বাসস)