ভারতের উত্তরপ্রদেশে থানায় মুসলমান প্রেমিক-প্রেমিকার বিয়ে

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ নিজেদের উদ্যোগে এক মুসলমান প্রেমিক-প্রেমিকার বিয়ে দিয়ে উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

দীর্ঘ দিন ধরে উত্তরপ্রদেশ নানা সামাজিক গোঁড়ামোর জন্যই দুর্নাম কুড়িয়ে থাকে। বিশেষ করে বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসনে রাজ্য পুলিশ ও প্রশাসনের কাছে আধুনিক মনের মানুষেরা সামাজিক সুবিচার তেমন পান না বললেই চলে।

এই অবস্থায় সেখানে সাহারানপুর জেলার দেওবন্দ শহরের পুলিশ একটা অসাধারণ কাজ করেছে। মীর্জাপুরের গোঁড়া মুসলমান পরিবারের মেয়ে খুশনসীব আর আর তাঁর প্রেমিক দেওবন্দের আবদুল মালিক কিছুতেই নিজেদের পরিবারের কাছ থেকে বিয়ের অনুমতি না পেয়ে পুলিশের শরণাপন্ন হন।

দেওবন্দের ওসি যোগদত্ত শর্মা তাদের হয়ে দুই পরিবারের সঙ্গে কথা বলেও কাউকে টলাতে পারেননি। শেষ পর্যন্ত তিনি নিজে দাঁড়িয়ে থেকে থানার মধ্যেই দুই নবীন পাত্রপাত্রীর বিয়ে দেন। শর্মা বলেন, আবদুল আর খুশনসীব প্রাপ্তবয়স্ক, পরস্পরকে ভালবাসে, কিন্তু তাঁদের পরিবার এই বিয়ে মেনে নিতে রাজি নন। অগত্যা আমরাই বড়পক্ষ ও কনেপক্ষ হয়ে গেলাম, ভালোয় ভালোয় বিয়েটা দেওয়া গেল।খবর ভিওএ।

আজকের বাজার/লুৎফর রহমান