ভারতের পূর্বাঞ্চলে বজ্রপাতে ২৭ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের বিভিন্ন স্থানে বজ্রপাতে ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া অন্তত ৩৪ জন আহত হয়েছে।
ভারতের কর্মকর্তারা শনিবার একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

রাজ্যের সাহারসা, উত্তর দ্বারভাঙ্গা, পূর্ব চম্পারন ও সমস্তিপুর জেলায় এই সব হতাহতের ঘটনা ঘটে।

পাটনার এক কর্মকর্তা বলেন, ‘বিহারে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। সাহারসা জেলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এখানে ৮ জন মারা গেছে।’

অল-ইন্ডিয়া রেডিও’র খবরে জানায়, স্থানীয় সরকার নিহতদের পরিবারের সদস্যদের প্রত্যেককে ৫ হাজার ৯২৩ মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।

খবরে বলা হয়েছে, ঝড়ে আম, লিচু ও ভুট্টসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

আরজেড/