ভারতে করোনায় মৃত্যু বেড়ে ২৬৪৯, আক্রান্ত ৮০ হাজার ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৭০ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশটিতে মৃত্যুবরণ করেছেন ২৬৪৯ জন।

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরবরাহ করা তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দেশটিতে নতুন করে ১০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩৯৬৭ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৭ হাজার ৯২০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে ৫১ হাজার ৪০১ জন চিকিৎসাধীন আছেন।

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ভারতে টানা ৫২ দিনের লকডাউন চলছে। গত ২৫ মার্চ লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। পরে ১ মে দ্বিতীয় দফায় লকডাউন বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হয়েছে।