ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৭

ভারতের বিহার রাজ্যে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

দেশটির রেল কর্তৃপক্ষ জানায়, রোববার স্থানীয় সময় ভোর ৪টার দিকে বিহারের বৈশালি জেলার দিল্লিগামী ‘সিমাঞ্চল এক্সপ্রেস’ নামের দ্রুতগতির ট্রেনের চালক গতিপথ পরিবর্তন করার চেষ্টা করেন। সেসময় নয়টি বগি লাইনচ্যুত হলে হতাহতের ঘটনা ঘটে।

ভারতের রেল কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় বিহারের যোগবাণী থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনালগামী ট্রেনটি পূর্ণ গতিতে চলছিল এবং যাত্রীরা ঘুমের মধ্যে ছিল।

নয়টি বগির মধ্যে তিনটি স্লিপার, একটি সাধারণ, একটি এসি এবং আরও চারটি বগি রয়েছে। রবিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ট্রেনটির দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে পৌঁছানোর সময়সূচি ছিল।

রেল কর্তৃপক্ষ জানায়, নিকটবর্তী শোনপুর ও বারাউনি শহর থেকে চিকিৎসকদের একটি দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছে উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করেছে।

ভারতের রেল মন্ত্রণালয় বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। ওই রুটের সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ