ভারতে ‌১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

বিভিন্ন খাতে ভারতে ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে সৌদি আরব। তার মধ্যে রয়েছে পরিকাঠামো পেট্রোকেমিক্যালস্‌ এবং খনি শিল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভারতে সৌদি রাষ্ট্রদূত রবিবার সৌদ হিন মহম্মদ আল সাতি বলেছেন, সৌদি আরবের কাছে ভারত বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয় দেশ। ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি সূত্রে বিনিয়োগ পার্টনারশিপ করার লক্ষ্য আছে তাঁদের তেল, গ্যাস এবং খনিজ ক্ষেত্রে। এজন্য বিদুৎ, সংশোধনাগার, পেট্রোকেমিক্যালস্‌, পরিকাঠামো, কৃষি, খনিজ পদার্থ এবং খনি শিল্পে ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চিন্তাভাবনা করছে সৌদি আরব।

একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন আল সাতি। সৌদির বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি অ্যারাম্যাকো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে দ্বিপক্ষিক বাণিজ্যিক চুক্তির প্রস্তাব দিয়েছে। আল সাতি বলেছেন, সৌদি যুবরাজ এমবিএস–এর ২০৩০–এর স্বপ্ন বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সৌদি আরবের ব্যবসার সম্প্রসারণ। ইরান থেকে তেল আমদানির উপর নিষেধাজ্ঞার জেরে ভারতে যেভাবে তেলের সঙ্কট দেখা দিয়েছে তা মেটাতেও তারা দায়বদ্ধ বলে জানিয়েছেন আল সাতি। দেশের ধুঁকতে থাকা অর্থনীতিতে এর ফলে প্রাণের সঞ্চার হবে বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল।

আজকের বাজার/লুৎফর রহমান