ভারত থেকে আসা ১৩০০ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বালুখালি ট্রানজিট পয়েন্টে

Rohingya Muslims, who crossed over from Myanmar into Bangladesh, carry an elderly woman in a basket and walk towards a refugee camp in Shah Porir Dwip, Bangladesh, Thursday, Sept. 14, 2017. Nearly three weeks into a mass exodus of Rohingya fleeing violence in Myanmar, thousands were still flooding across the border Thursday in search of help and safety in teeming refugee settlements in Bangladesh. (AP Photo/Dar Yasin)

ভারত থেকে বাধ্য হয়ে আসা ১৩০০ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়ার বালুখালি ট্রানজিট পয়েন্টে আশ্রয় নিয়েছে। ইউএনএইচসিআর’র তত্ত্বাবধানে থাকা এসব রোহিঙ্গাকে এখনই ক্যাম্পে পাঠানো হবে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জানুয়ারি মাসের শুরুতে এসব রোহিঙ্গারা ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে।

ইন্টার সেক্টর কোর্ডিনেশন গ্রুপের মুখপাত্র সৈকত বিশ্বাস জানান, বছরের শুরুতে ভারত থেকে পালিয়ে আসা ১৩০০ রোহিঙ্গাদেরকে ইউএনএইচসিআর’র তত্ত্বাবধানে ট্রানজিট পয়েন্টে রাখা হয়েছে। আরও কিছু পালিয়ে এসে ট্রানজিট পয়েন্টে আশ্রয় না নিয়ে টেকনাফের উনছিপ্রাং, জাদিমুরাসহ বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তাদের চিহ্নিত না করা পর্যন্ত এখনও কতজন বাংলাদেশে আশ্রয় নিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম জানান, ভারত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের এখনও ক্যাম্পে আশ্রয় দেয়া হয়নি। ট্রানজিট পয়েন্ট ছাড়াও বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের চিহ্নিত করে ভারত থেকে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা নিশ্চিত করা হবে।

এদিকে ভারতে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো হচ্ছে। তাই মিয়ানমারে ফিরে যাওয়ার আতঙ্কেই রোহিঙ্গারা ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসছে।

প্রসঙ্গত, গত কয়েক মাসে বহু রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত। এ নিয়ে কঠোর সমালোচনার মুখে রয়েছে দিল্লি।

মিয়ানমারে সংখ্যালঘু এই জনগোষ্ঠীর নিরাপত্তা ঝুঁকিপূর্ণ। জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো বলছে, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠিয়ে আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে ভারত। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ