ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহিদ মিনার

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়তি নিরাপত্তাসহ শহিদ মিনারের সকল প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রীয় শহিদ মিনারে রঙ আর আলপনার কাজ শেষ হয়েছে এরমধ্যেই। দেয়া হচ্ছে রংতুলির শেষ আঁচড়। দেয়ালচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির আন্দোলন সংগ্রামের ইতিহাস।

যেকোন অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য শহিদ মিনার চত্ত্বর ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিতের জন্য কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাবের নিজস্ব গোয়েন্দারা সর্বদা জঙ্গিদের গতিবিধির ওপর নজর রাখছেন।

মঙ্গলবার দুপুরে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও সুইপিং টিম শহিদ মিনার এলাকা পর্যবেক্ষণ ও সুইপিং করে। কেন্দ্রীয় শহিদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের জানান, ২১শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে, রাত ১২টায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে শহিদ মিনার।

আরএম/