ভেনিজুয়েলার কারাগারে দাঙ্গায় ৪৭ জন নিহত

ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলে একটি জেলখানায় দাঙ্গায় অন্তত ৪৭ জনের মৃত্যু এবং ৭৫ জন আহত হয়েছে। একটি বিরোধী রাজনীতিক এবং প্রিজনার্স রাইটস গ্রুপ শনিবার এ কথা জানায়।
পর্তুগুয়েসা রাজ্য থেকে নির্বাচিত ডেপুটি মারিয়া বেতরিজ মার্টিনেজ এএফপিকে বলেন, সেখানকার লস লানোস জেলখানায় “এখন পর্যন্ত আমরা ৪৭ জনের মৃত্যু এবং ৭৫ জন আহত হওয়ার খবরের বিষয়ে নিশ্চিত হয়েছি।”
রাইটস গ্রুপ দ্য ভেনিজুয়েলান প্রিজন অবজারভেটরি (ওভিপি) একই হিসাব দিয়ে বলেছে এই সহিংসতা একটি “হত্যাযজ্ঞ” এবং উভয়ই নিশ্চিত করেছে নিহতরা সকলেই কারাবন্দী।
এএফপি সেনাবাহিনীর এক রিপোটের্র বরাত দিয়ে জানায়, “গুয়ানারি সিটিতে অবস্থিত এই কারাগারের বন্দীরা শুক্রবার ব্যাপকভাবে পালানোর চেষ্টায় কারাগারের দেয়াল ভাঙ্গতে শুরু করলে এই দাঙ্গা ছড়িয়ে পড়ে।” এতে কারাগারের পরিচালকও আহত হয়েছেন।
মার্টিনেজ এই রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেছেন,একদল বন্দী এই গোলযোগ শুরু করে ‘কারণ তারা খাবারের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।’
করোনাভাইরাসের কারণে পরিবার ও বন্ধু বান্ধবদের কারাগারে সাক্ষাত করতে আসা কমে গেছে, তারা খাবার ও ওষুধ নিয়ে আসতেন । এতে খাবারের সংকট দেখা দেয়।
ওভিপি’র ক্যারোলিনা কিরন বলেছেন,মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে। তাদের ছবি কম্পিউটারে পরিবার ও স্বজনদের দেখানো হচ্ছে যাতে তারা মৃতদেহ শনাক্ত করতে পারে।