মগবাজারে বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত, বাসে আগুন

রাজধানীর মগবাজারের ওয়ারলেস এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পরপর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার (৩ আগস্ট) জুমার নামাজের পর মগবাজারের ওয়ারলেস গেট সংলগ্ন নুরজাহান টাওয়ারের সামনের সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল ইসলাম রানা (৩৫)। পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শেরেবাংলা বাজার গ্রামের শাজাহান আলীর ছেলে রানা। তিনি উত্তর গোড়ানের হাড়ভাঙা এলাকার বাসিন্দা।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসপি গোল্ডেন লাইন নামে একটি পরিবহনের ওই বাস মগবাজার-মৌচাক ফ্লাইওভার দিয়ে নেমে মালিবাগের দিকে যাচ্ছিল। তখন সেটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী রানা ছিটকে পড়ে গুরুতর জখম হন।

আহত রানাকে তৎক্ষণাৎ উদ্ধার করে নিকটস্থ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সোয়া ২টার দিকে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ঘাতক ওই বাস চালককে ধরে পুলিশে সোপর্দ করেন। তাছাড়া বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয় তারা।

আজকের বাজার/এমএইচ