মহা সংকটের মুখে ইয়েমেনের জনগণ

ইয়েমেনে জাতিসংঘ মানবিক তৎপরতার অর্থ ফুরিয়ে আসছে এবং শীঘ্রই সেখানে ১০ লক্ষের অধিক জনগণের খাদ্য রেশন সীমিত করা হবে। দাতাদের তরফ থেকে নুতন অর্থ সাহায্যের অঙ্গীকার না পেলে,লক্ষ লক্ষ অনাহারী জনগণ সেখানে মৃত্যুর ঝুঁকিতে পড়বেন। ইয়েমেনে জাতিসংঘের সমন্বয়কারী, LISE GRANDE বলেছেন, যে অর্থের আশ্বাস আমাদের দেয়া হয়েছে, তার ওপরই আমরা চরমভাবে নির্ভরশীল, কারণ, এই অর্থ সাহায্য না পেলে বহু জনগণের প্রাণহানি ঘটবে। ইয়েমেনে ৩৪টি মানবিক প্রকল্পের মধ্যে মাত্র ৩টিতে অর্থ সহায়তা মিলেছে।খবর ভিওএ।

সৌদি পরিচালিত কোয়ালিশন এবং ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে চার বছরের লড়াইয়ের জেরে ইয়েমেনে এক বিপর্যয়কারী মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

আজকের বাজার/লুৎফর রহমান