মাতারবাড়ি চ্যানেলে টাগশিপ ডুবি, নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি চ্যানেলের মুখে টাগশিপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জিয়াং হং চেন নামে ওই চীনা নাগরিক মাতারবাড়ি বন্দরে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গত ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ টাগশিপ ডুবির ঘটনা ঘটে। তারপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাকরিক জিয়াং। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবরিরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশিক ইকবাল জানান, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়নাতদন্তের ব্যবস্থা করবে পুলিশ। খবর-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান