মাদক ব্যবসায়ীরা পোকামাকড়ের মতো ধ্বংস হবে: বেনজীর আহমেদ

র‍্যাবের ডিসি ড. বেনজীর আহমেদ বলেছেন, মাদক ব্যবসায়ীরা যত শক্তিশালীই হোক, তাদের খুঁজে বের করে পোকামাকড়ের মতো ধ্বংস করা হবে।

মঙ্গলবার দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে র‍্যাব-১২ আয়োজিত এক মাদকবিরোধী সাইকেল র‍্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই। তারা জনগণের শত্রু। সর্বশক্তি দিয়ে তাদের মোকাবেলা করতে হবে। এজন্য তরুণ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশে ৮০ লাখ মাদকসেবী আছে। এরা দেশের উন্নয়নে বড় বাধা। দেশে প্রতিদিন আড়াইশ কোটি টাকা মাদক সেবনে অপচয় হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের এডিশনাল ডিজি (অপারেশন) কর্নেল তোফায়েল সরোয়ার, পুলিশের রাজশাহী রেঞ্জের এআইজি একেএম হাফিজ আক্তার, সরকারি আজিজুল হক কলেজের অধক্ষ্য অধ্যাপক শাহজাহান আলী, র‍্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম, বগুড়ার ডিসি ফয়েজ আহম্মেদ, এসপি আলী আশরাফ ভূঁঞা প্রমুখ।

আজকের বাজার/এমএইচ