‘মাদক যুদ্ধের’ সমাপ্তি ঘোষণা করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওবরাদোর বুধবার দেশটিতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, তার সরকার মাদকচক্রের প্রধানদের আটক করতে আর সেনা সদস্যদের ব্যবহার করবে না।

যদিও সমালোকচরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বামপন্থী এই প্রেসিডেন্ট রাস্তা থেকে সেনা প্রত্যাহার করেননি উল্লেখ করে তার এই ঘোষণাটি নিয়ে প্রশ্ন তুলেছেন।

প্রেসিডেন্টের একটি জাতীয় গার্ড গঠনের প্রস্তাবেরও সমালোচনা করেন তারা।

বিরোধীদের অভিযোগ এই নতুন বাহিনীর মাধ্যমে দেশটিতে স্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েন করা হবে।
অত্যন্ত শক্তিশালী মাদকচক্রগুলোকে মোকাবিলা করতে ২০০৬ সাল থেকে মেক্সিকো সরকার সেনা সদস্যদের মোতায়েন করেছে।

তবে কৌশলগতভাবে সরকারের এই সিদ্ধান্তটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। যদিও সরকার এই পদক্ষেপের কারণে বেশ কয়েকজন উচ্চ ক্ষমতাসম্পন্ন মাদক সম্রাটকে আটক করা সম্ভব হয়েছে।

তবে সরকারের এই মাদক বিরোধী কঠোর অভিযানের ফলে দেশটিতে সহিসংতা ব্যাপকভাবে বেড়ে গেছে। সেনা অভিযানকালে মাদক চক্রের সদস্যদের সাথে সংঘাত ও মাদক চক্রগুলোর পারস্পারিক সংঘর্ষের ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে।

ডিসেম্বর মাসে লোপেজ ওবরাদোর ক্ষমতা গ্রহণের পর থেকে সরকার কি কোন মাদক সম্রাটটকে আটক করতে পেরেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওটা কোন কৌশল ছিল না।

তিনি আবারও বলেন, ‘আর কোন যুদ্ধ হবে না। আনুষ্ঠানিকভাবে মাদকের বিরুদ্ধে আর যুদ্ধ চলবে না। আমরা শান্তি চাই। আমরা শান্তি প্রতিষ্ঠা করতে যাচ্ছি।’

তথ্যসূত্র-বাসস

আজকের বাজার/এমএইচ