মামলা থেকে খালাস পেলেন মুয়াম্মার গাদ্দাফি

ফুটবল খেলোয়াড়কে হত্যার দায় থেকে খালাস পেলেন গাদ্দাফির ছেলে মুয়াম্মার গাদ্দাফি।

মঙ্গলবার দেশটির বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১১ সালে বিদ্রোহের আগে এক ফুটবল খেলোয়াড়কে হত্যার মামলা থেকে তাকে খালাস দেয়া হয়েছে।তবে হত্যা, প্রতারণা, হুমকি দাসত্ব,ও মানহানি মামলা থেকে তিনি খালাস পেলেও তাকে এক বছরের কারাদন্ড ও পচিঁশ দিনার জরিমানা করা হয়েছে।এবংকি ধরপাকড়ের নির্দেশসহ বিভিন্ন মামলার বিচার কাজ চলছে।

প্রসঙ্গত, সাদিকে প্রকাশ্যে সমালোচনার পর ২০০৫ সালে নিখোঁজ হন রায়ানি। এর পর ত্রিপলিতে সাদির মালিকানাধীন একটি রিসোর্টের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল।তার বিরুদ্ধে মামলা হওয়ার  পর ২০১৪ সালে নাইজার থেকে প্রত্যর্পণের পর তাকে ত্রিপলিতে আটক করা হয়েছিল।

মুয়াম্মি গাদ্দাফিকে এক বছরের কারাদন্ড ও পচিশ দিনার জরিমানর বিরুদ্ধে তার পরিবার আপিল করবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।খবর:স্পুটনিক অনলাইনের।

আজকের বাজার/আরজেড