মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে সিরিয়া

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা এবং সোয়াইদা প্রদেশ উগ্র সন্ত্রাসীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে সিরিয়ার সরকারি সেনারা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আজ (মঙ্গলবার) জানিয়েছে, সিরিয়ার সেনারা মার্কিন নির্মিত টিওডাব্লিউ ক্ষেপণাস্ত্র, সোল্ডার লাঞ্চ মিসাইল, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং হালকা ও ভারী ধরনের মেশিনগান, স্বয়ংক্রিয় রাইফেল এবং আরপিজি লাঞ্চার উদ্ধার করেছে।খবর পার্সটুডে।

সানা আরো জানিয়েছে যে, সিরিয়ার সেনারা একটি গোয়েন্দা ড্রোন হস্তগত করেছে যা সন্ত্রাসীরা ফেলে রেখে যায়। এর পাশাপাশি বেশ কয়েকটি উন্নত প্রযুক্তির নজরদারি ক্যামেরা, যোগাযোগের যন্ত্রপাতি এবং প্রচুর পরিমাণে অন্যান্য গোলাবারুদ উদ্ধার করা হয়।

এর কয়েকদিন আগে দামেস্ক এবং কুনেইত্রা প্রদেশে বিপুল পরিমাণে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, আরপিজি, রাইফেল, পশ্চিমা এবং মার্কিন নির্মিত সাব-মেশিনগান, হ্যান্ড গ্রেনেড, যোগাযোগের প্রযুক্তি, ওষুধ-পত্র এবং চিকিৎসা সামগ্রী উদ্ধার করে সিরিয়ার সেনারা।