মালিতে সামরিক অভিযানে ৩০ জঙ্গি নিহত

মালিতে সামরিক বাহিনীর অভিযানে ৩০ জঙ্গি নিহত হয়েছে। পশ্চিম আফ্রিকার সংঘাতপূর্ণ এই দেশটিতে এটি সর্বশেষ ঘটনা। শুক্রবার সেনাবাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।
দেশটির সশস্ত্র বাহিনী টুইটার বার্তায় জানায়, বৃহস্পতিবার বিকালে পার্শ্ববর্তী দেশ বুরকিনা ফাসোর সীমান্তের কাছে তাদের অভিযানে ‘প্রায় ৩০ সন্ত্রাসী’ নিহত হয়েছে। এতে আরো বলা হয়, তারা ঘটনাস্থল থেকে ২৫ টি মটরসাইকেল এবং অন্যান্য সামগ্রী জব্দ করেছে। এই ঘটনার ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
মালিতে ২০১২ সালে উত্থান ঘটা ইসলামি চরমপন্থীদের দমনে তারা লড়াই করে যাচ্ছে।
দেশটি জানায়, এ জঙ্গি গ্রুপের উত্থানের পর থেকে তাদের বিভিন্ন হামলায় হাজার হাজার সামরিক ও বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।
ফ্রান্স ও জাতিসংঘের কয়েক হাজার সৈন্যের উপস্থিতি সত্ত্বেও এ সংঘাত দেশটিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পার্শ্ববর্তী দেশ বুরকিনা ফাসো ও নাইজারেও এ ধরনের সংঘাত ছড়িয়ে পড়ছে।