মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার একটি কারখানায় অভিযান চালিয়ে ৫৫ বাংলাদেশিসহ ৩৩৮ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার সংবাদপত্র স্টার’র প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশটির সাইবারজায়ার এলাকার ওই কারখানায় অভিবাসন বিভাগের কর্মকর্তারা অভিযান চালান।

অভিবাসন বিভাগের প্রধান মুস্তফার আলির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আটকদের মধ্যে ৫৫ বাংলাদেশি পুরুষ ছাড়াও ইন্দোনেশিয়ার ৩৬ জন পুরুষ ও ১৭২ জন নারী এবং নেপালের ৪৭ জন পুরুষ রয়েছেন।

মোট ২ হাজার ২৩০ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করার পর ৩৩৮ জনকে আটক করা হয়েছে জানিয়ে মুস্তফার আলি বলেন, বিভিন্ন কোম্পানির অধীনে খণ্ডকালীন কাজের অনুমতির জন্য তাদের বেশিরভাগকে আটক করা হয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে কয়েকটি কোম্পানি বিদেশি কর্মী সরবরাহ করেছিল যারা এক কোম্পানিতে নিবন্ধিত হয়ে অন্য কোম্পানিতে কাজ করছিল। তথ্য-ইউএনবি।

আজকের বাজার/এমএইচ