মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

ছবি : ইন্টারনেট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১০৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮১৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক  হাজার ৩৫৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৭৪ পয়েন্ট  কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৬ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৩ কোটি ৬২ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮৬৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

আরএম/