মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন: ৯ মাস পর তদন্ত কমিটির ঘোষণা

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর নৃশংস ধরপাকড়ের সময় মানবাধিকার লঙ্ঘনের তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৩১ মে) দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টের দেয়া এক বিবৃতিতে বলা হয়, রাখাইনে মানবাধিকার লঙ্ঘন ও আরসার সন্ত্রাসী হামলা সংশ্লিষ্ট বিষয়ে এ স্বাধীন কমিশন তদন্ত করবে।

উইন মিন্ট বলেন, নৃতাত্ত্বিক ও ধর্মীয়ভাবে বিভক্ত রাখাইনে মীমাংসা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে জাতীয় উদ্যোগের অংশ হিসেবে এই কমিশন কাজ করবে।

একজন আন্তর্জাতিক প্রতিনিধিসহ তিন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হবে। তাদের সহায়তা করবে ঘরোয়া, আন্তর্জাতিক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।

গত বছরের আগস্টের শেষ দিকে শুরু হওয়া ওই ধরপাকড়ে এক হাজার রোহিঙ্গা নিহত ও সাড়ে সাত লাখের বেশি প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রাষ্ট্রহীন রোহিঙ্গাদের ওপর হত্যাকাণ্ড ও নিপীড়নের পর জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমালোচনার মুখে পড়ে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার।

আজকের বাজার/এমএইচ