মুক্তি পেল রবি ব্যান্ড’র চারটি গান

বাংলাদেশের প্রথম সিএসআর-ভিত্তিক মিউজিক্যাল ব্যান্ড ‘রবি ব্যান্ড’ তাদের নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম রবি ও এয়ারটেল স্পø্যাশ, ফেসবুক ও ইউটিউব পেজে চারটি গান মুক্তি দিয়েছে। আজ রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দেশের খ্যাতনামা সংগীত শিল্পী, গীতিকার ও সুরকারবৃন্দ গানগুলো উদ্বোধন করেন।

মুক্তি পাওয়া গানগুলোর শিরোনাম হচ্ছে আমার বাংলাদেশ, ওড়না, উড়িয়ে এবং ভুল ত্রæটি। গানগুলোর মিউজিক ভিডিও ব্যান্ডটির ফেজবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে।

ঘরোয়া আনুষ্ঠানিকতায় ২০১৭ সালের ২৪ নভেম্বর রবি ব্যান্ডের যাত্রা শুরু। এরপর থেকে আইয়ুব বাচ্চু স্মরণে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানসহ রেডিও ও ডিজিটাল চ্যানেলের বিভিন্ন লাইভ প্রোগ্রামে অংশ নিয়েছে এই ব্যান্ড। প্রচলিত ব্যান্ড থেকে আলাদা ও অনন্য এই ব্যান্ডটি ভিন্ন ধারায় পথ চলছে। রবির যেসব কর্মকর্তা গান ভালবাসেন এবং গাইতে চান তারা ইচ্ছা করলেই এ ব্যান্ডের সদস্য হতে পারেন।

রবি ব্যান্ডকে কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি ব্যান্ড বা সিএসআর-ভিত্তিক ব্যান্ড বলার কারণ হল এই ব্যান্ডের আয় বিভিন্ন মানবিক সহায়তায় ব্যয় করা হয়। এ ব্যান্ডের প্রথম আয় ব্যয় করা হয়েছে ব্রেন টিউমারে আক্রান্ত রবির এক কর্মীর চিকিৎসার জন্য।
রবি ব্যান্ডের রয়েছে নিজস্ব অনুশীলন প্যাড ও রেকর্ডিং স্টুডিও যাতে রবির আগ্রহী কর্মকর্তারা গানের চর্চা করতে পারেন। ব্যান্ডটি বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে নিয়মিত গান পরিবেশন করে।

ব্যান্ডটি রবির কর্মকর্তাদের সন্তানদের গিটার, কিবোর্ড, ড্রামস ও উকুলেলে বাজানো শেখাতে প্রতি সপ্তাহে প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এরপর ওই শিশুরাও রবি ব্যান্ডের সদস্য হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে তাদের প্রতিভা মেলে ধরার সুযোগ পায় যা এই উদ্যোগকে আরো প্রাণবন্ত করে তুলে এবং এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়।
যাত্রা শুরুর পর থেকে ব্যান্ডটি বিভিন্ন ঘরোয়া ও বাইরের অনুষ্ঠানে অংশ নিয়েছে। দুটি রেডিও’র লাইভ শোতেও অংশ নিয়েছে ব্যন্ডটি।
রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “আমাদের নিজস্ব ব্যান্ডের প্রথম গানগুলো মুক্তি পাচ্ছে এ জন্য আমি খুবই আনন্দিত ও গর্বিত। আমার বিশ্বাস নতুন এই গানগুলো সংগীতপ্রেমীদের ভাল লাগবে। বিভিন্ন সিএসআর কার্যক্রমে এই ব্যান্ড জড়িত থাকায় এর সদস্যরা কোম্পানির শুভেচ্ছাদূতের ভূমিকা পালন করবে যার মাধ্যমে রবি’র সাথে সমাজের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি। আমি দেশের বড় বড় কর্পোটেদের আহŸান জানাই যেন তারা তাদের বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে রবি ব্যান্ডকে আমন্ত্রণ জানায় এবং এর মাধ্যমে পরোক্ষভাবে সিএসআর কার্যক্রমে অংশ নেয়।”

অনুষ্ঠানে প্রখ্যাত গীতিকার কবির বকুল, গায়ক, গীতিকার ও সুরকার শফিক তুহিন, গীতিকার গোলাম মোর্শেদ, গায়ক ও সুরকার রাফা, পঙ্কজ ও কিশোর উপস্থিত ছিলেন।