মুম্বাই ছাড়া ভারতের কোথাও খাবার উপযোগী পানী নাই

একমাত্র মুম্বাই ছাড়া কলকাতা সহ ভারতের আর কোন শহরের মুম্বাই ছাড়া ভারতের কোথাও খাবার উপযোগী নাইই পানযোগ্য নয় বলে জানানো হয়েছে।

অতি সম্প্রতি জানা গিয়েছে যে, কলকাতার হাওয়া দূষিত পদার্থে ভর্তি এবং দূষণের মাপকাঠিতে এই শহর দেশের মধ্যে পঞ্চম। এর পরেই ভারতের জাতীয় মানক সংস্থা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস-এর রিপোর্টে বলা হয়েছে, কলকাতার কলের পানি একেবারেই পানের উপযোগী নয়।

বিআইএস-এর ১১টি মাপকাঠির মধ্যে ১০টিতেই স্যাম্পল টেস্টে ফেল করেছে কলকাতা। এই শহরের পানীতে নানা রকম ক্ষতিকর রাসায়নিক ও খনিজ পদার্থ ছাড়াও মিলেছে খারাপ ধরনের কিছু ব্যাকটেরিয়া, যার থেকে পেটের রোগ হতে পারে।

কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, দুই দফায় দেশের রাজধানী দিল্লি থেকে শুরু করে বিশটি বড় শহরের পানীই পরীক্ষায় ফেল করেছে। একমাত্র ব্যতিক্রম মুম্বাই। এরপর সমীক্ষা হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর রাজধানী শহরের পানী নিয়ে। কেন্দ্রীয় সরকার প্রতিটি শহরের পৌরসভার কাছে পানী সরবরাহের ব্যবস্থা ঢেলে সাজানিার পরামর্শ দিয়েছে।ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান