মেক্সিকোয় করোনা সংক্রমণ ২০ লাখ ছাড়িয়েছে

Recovering COVID-19 patient Marisol Ortiz Bernal waves goodbye to the health workers that cared for her at the Mexico City Ajusco Medio General Hospital, Wednesday, Dec. 2. 2020. Mexico continues to report an increase in the number of coronavirus cases, with Mexico City continuing to report the biggest portion of the surge in cases. (AP Photo/Marco Ugarte)

মেক্সিকোয় করোনা সংক্রমণ ২০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে প্রায় এক লাখ ৭৬ হাজার লোক।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানায়।
গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে ৮ হাজার ৬৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪ হাজার ৫৭৫ জন।
একই সময়ে করোনায় নতুন করে মারা গেছে ১ হাজার ৩২৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্য দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৬ জনে। দেশটিতে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি প্রথম করোনা রোগী শনাক্ত হয়।