মেসিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি ম্যারাডোনা!

আর্জেন্টিনার হার কিছুতেই মানতে পারছেন না কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। তাই আর্জেন্টিনা ও নাইজেরিয়ার বাচাঁ-মরার লড়াইয়ে মাঠ নামার আগেই মেসিদের সাথে দেখা করতে চেয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু অনুমতি পাননি তিনি।

মঙ্গলবার (২৬ জুন) রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও নাইজেরিয়া। আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনার জন্য এটি ডু অর ডাই ম্যাচ।
মহাসমীকরণের এই ম্যাচে শুধু জয় পেলেই হবে না। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে মেসিদের তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ডের দিকেও।

এদিকে, ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসিদের ৩-০ গোলে হারের পরই খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা।

মেসিদের মানসিক অবস্থা বিবেচনা করেই তাদের উজ্জীবিত করতে অনুশীলনে যেতে চেয়েছিলেন ১৯৮৬ বিশ্বকাপের এই নায়ক। কিন্তু তার আবেদন খারিজ করে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

এদিকে, আবেদন খারিজ হওয়ায় ফেডারেশনের সভাপতিকে কড়া কথাও শুনিয়েছেন ম্যারাডোনা। ছাড়েননি কোচ হোর্হে সাম্পাওলিকেও।

আরজেড/