মেসির ব্যাপারে ফ্রান্সকে সতর্ক করলেন পিরেস

অবশেষে ভাগ্য এবং পারফরম্যান্স দুটোরই সহায়তায়ই রানারআপ হয়ে শেষ ষোলর টিকিট পায় মেসিদের আর্জেন্টিনা। এদিকে ‘সি’ গ্রুপ থেকে তিন ম্যাচ অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ফ্রান্স। শনিবার (৩০ জুন) শেষ আটে ওঠার লড়াইয়ে মাঠে নামবে এই দু’দল।

তবে তার আগে লিওনেল মেসির ব্যাপারে ফ্রান্সকে সতর্ক করে দেশটির সাবেক খেলোয়াড় রবার্তো পিরেস জানিয়েছেন। তার মতে ফ্রান্স শক্তিশালী হলেও, এই দলে মেসির মতো কোন খেলোয়াড় নেই। নিজ দলের তারকা খেলোয়াড় আন্তনিও গ্রিজম্যানকে মেসির সমতুল্য ভাবতে আপত্তি জানান পিরেস। তিনি জানান ফ্রান্সে মেসির মতো সেরাদের কাতারে থাকা একমাত্র ফুটবলার ছিলেন জিনেদিন জিদান। মেসির মাঠে নামলে সবকিছু রেখে আর্জেন্টাইন জাদুকরের খেলা উপভোগ করেন বলে জানান পিরেস।

শুধু ফ্রান্সেই নয়, পিরেসের মতে সারা বিশ্বে মেসির সমপর্যায়ের ফুটবলার কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো। পিরেস বলেন, ‘ফ্রান্স দলে মেসির মতো কোন খেলোয়াড় নেই। মেসির সমপর্যায়ে এখন কেবল মাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোই রয়েছেন।’

তিনি বলেন, ‘গ্রিজম্যান কখনোই মেসির সমান নয়। ফ্রান্স দলে মেসির কাছাকাছি বলতে কেবল ছিলেন জিনেদিন জিদান। যখন মেসি খেলতে নামে, তখন আমি সবকিছু রেখে তার খেলা দেখি ও উপভোগ করি।’

আজকের বাজার/আরআইএস