মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দু্ই জনকে কারাদণ্ড

সুনামগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ জনকে ৫ দিনের  বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার, ৩০ এপ্রিল দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাদের এ শাস্তি দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আলফাত স্কয়ারের (ট্রাফিক পয়েন্টে) সেন্ট্রাল ফার্মেসির কর্মকর্তা জহিরুল ইসলাম (৩৯) ও কর্মচারী বাপ্পি দাস (২৩)।

আদালত পরিচালনা  করেন  উপজেলার নির্বাহী অফিসার প্রদীপ সিংহ। আদালত মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন সদর থানার ওসি মো. শহীদুল্লাহ, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, ওসি (অপারেশন) আতিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা ওষুধ প্রশাসন অধিদফতরের সুনামগঞ্জ অফিসের সহকারি মানিক সরদার ও মো. ফাহিম মিয়া।।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ের সেন্ট্রাল ফার্মেসির ২জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

লাবনী/