ময়মনসিংহ থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ

যানবাহনের নিরাপত্তা জনিত কারণে বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল থেকে ময়মনসিংহসহ কয়েকটি রুটের ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (০১ আগস্ট)  ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতি এ রুটে বাস বন্ধ রাখার ঘোষণা দেন।

জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, রাস্তায় বের হলেই শিক্ষার্থীরা ইচ্ছা মতো বাস ভাঙচুর করছে। এতে মালিকরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন। এতে নিরাপত্তার অভাবে তারা সকাল থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

তিনি আরও জানান, সকালে বাস চলাচল বন্ধ থাকলেও বিকেল থেকে আবার বাস চলাচল শুরু হবে।

বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সারা দেশের মতো ময়মনসিংহেও বিক্ষোভ করছে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা একাধিক বাসও ভাঙচুর করেছে। তাই এ সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা পরিবহন মোটর মালিক সমিতি।

গত রোববার কুর্মিটোলা এলাকায় বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চারদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। যান চলাচল বন্ধ হয়ে জনজীবনে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়।

বাসচাপায় নিহত শিক্ষার্থীরা হলেন,  শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একই কলেজের ছাত্রী দিয়া খানম।

আজকের বাজার/এমএইচ