যাত্রীর পেটের ভেতর ১২টি স্বর্ণের বার

বেনাপোল চেকপোস্ট কাস্টমসে মহিউদ্দীন (২৭) নামের এক যাত্রীর পেটের ভেতর থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুন)  ট্রাভেল ট্যাক্স চেকিং পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মহিউদ্দীন কুমিল্লা জেলার তিতাস উপজেলার বিরাম কান্দি গ্রামের বাসিন্দা।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, আগে থেকে তাদের কাছে গোপন তথ্য ছিল মহিউদ্দীন নামে একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে ভারতে যাবে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসের টিটি চেক পয়েন্ট থেকে মহিউদ্দীনকে আটক করে শুল্ক গোয়েন্দা।

শুল্ক গোয়েন্দা সূত্রে আরও জানা যায়, মহিউদ্দীনকে বেনাপোল বাজারে নিয়ে এক্সরে করা হয়। এক্সরে  করার পর মহিউদ্দীনের পেটের ভেতর থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার সাইফুর রহমান জানান, আটককৃত মহিউদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

আজকের বাজার/এসএম