যুক্তরাষ্ট্রের আমদানিতে ৩০০ কোটি ডলার শুল্ক আরোপ চীনের

যুক্তরাষ্ট্রের আমদানির ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে চীন।ফলমূল, শূকরের মাংস ও মদসহ যুক্তরাষ্ট্রের ১২৮ টি আমদানি পণ্যের ওপর সোমবার ৩০০ কোটি ডলার শুল্ক আরোপ করে চীন । ব্রিটিশ গণমাধ্যম বিবিসি‌’র এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

জানা গেছে, বিদেশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর চীন এই শুল্ক আরোপ করেছে।

বেইজিং বলছে, যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত শুল্কের ক্ষতি থেকে চীনের ভারসাম্য ও স্বার্থ রক্ষার জন্য এই শুল্ক আরোপ করা হয়েছে।

অন্যদিকে ট্রাম্প বলছে, বাণিজ্য যুদ্ধ ভালো এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সহজে জয়ী হবে।

ওয়াশিংটন থেকে বিবিসি’র প্রতিবেদক ক্রিস বাকলার জানান, আমেরিকার কর্তৃপক্ষ চীনের আমদানির ওপর ১০ বিলিয়ন ডলার শুল্ক আরোপের পরিকল্পনার কথা ইতোমধ্যে ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্র বলছে, চীনের এমন অন্যায্য বাণিজ্য চর্চা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে প্রভাবিত করবে এবং যুক্তরাষ্ট্র এর জবাবে আরো নতুন নতুন ব্যবস্থা নেবে।

বিশেষজ্ঞরা অনুমান করছেন, যুক্তরাষ্ট্র ও চীনের এমন পাল্টাপাল্টি শুল্ক আরোপ ধীরে ধীরে বিশ্বকে বাণিজ্য যুদ্ধের দিকে নিয়ে যাবে।

একেএ/এমআর