যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকাগুলোতে জরুরি অবস্থা

ফাইল ছবি

ঝড়ের শঙ্কায় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

ঝড় আলবার্টোয় ক্ষয়ক্ষতির শঙ্কায় শনিবার এই জরুরি অবস্থা জারি করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছর আটলান্টিক থেকে উদ্ভূত প্রথম এ ঝড় আরও শক্তি অর্জন করে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ মাইল গতিতে সোমবার যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাসে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) ।

ঝড়ের কারণে পূর্ব লুইজিয়ানা থেকে মিসিসিপি, আলাবামা, পশ্চিম টেনেসি ও পশ্চিম ফ্লোরিডার প্যানহেন্ডেল পর্যন্ত এলাকাজুড়ে ১৩ থেকে ২৫ সেন্টিমিটার, কোথাও কোথাও সর্বোচ্চ ৩৮ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেও সতর্ক করেছে এনডব্লিউএস।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ঝড়টি কিউবার পশ্চিম প্রান্ত থেকে ১৫৩ কিলোমিটার উত্তরে এবং ফ্লোরিডার কি ওয়েস্ট থেকে ১১৩ কিলোমিটার পশ্চিমে ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) ।

শুক্রবার থেকে আলবার্টোর পথ কিছুটা পূর্বদিকে সরে যাওয়ায় মেক্সিকো উপকূলের তেল খনি এলাকার ঝুঁকি কিছুটা কমেছে বলে জানিয়েছে রয়টার্স। মেক্সিকো উপসাগরের তেলসমৃদ্ধ এলাকার উপকূল থেকে শুক্রবার রয়েল ডাচ শেল পিএলসি ও এক্সন মোবিল তাদের বেশ কিছু কর্মীকে সরিয়ে নিয়েছে।

আরজেড/