যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন ‘বিতর্কিত’ কাভানো

Retired Justice Anthony M. Kennedy, right, administers the Judicial Oath to Judge Brett Kavanaugh in the Justices' Conference Room of the Supreme Court Building. Ashley Kavanaugh holds the Bible. At left are their daughters, Margaret, background, and Liza. (Fred Schilling/Collection of the Supreme Court of the United States via AP)

যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বিতর্কিত প্রার্থী ব্রেট কাভানো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার মার্কিন সিনেটরদের ভোটে কাভানোবে সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে নির্বাচিত করা হয়। ৫০-৪৮ ভোটে বিজয়ী হন তিনি।

তাকে বিজয়ী ঘোষণার পর ওইদিনই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ১১৪তম বিচারপতি হিসেবে শপথ নেন কাভানো। খবর ইউএনবি।

গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাভানোকে মনোনীত করেন।

পরে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন তিন নারী। তাদের অভিযোগ, তিন দশক আগে কাভানো তাদেরকে যৌন নিপীড়ন করেন। কিন্তু এসব অভিযোগ অস্বীকার করেন কাভানো।

শেষ পর্যন্ত কাভানোর বিরুদ্ধে আনীত অভিযোগের ওপর তদন্ত করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই।

তদন্তের পর কাভানোর মনোনয়নের পক্ষে ভোটাভুটি করেন মার্কিন সিনেটররা।

বিচারপতি নির্বাচনের আগে কাভানোর মনোনয়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অসংখ্য মানুষ বিক্ষোভ করেছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নভেম্বরে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে কাভানোর এই জয় প্রকৃতপক্ষে ট্রাম্পের রাজনৈতিক বিজয়।

আজকের বাজার/এমএইচ