যুক্তরাষ্ট্রে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১, নিখোঁজ ২০০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১-এ পৌঁছেছে এবং ২০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছে। খবর বিবিসি।

এই বিপর্যয়ের আগে লস এঞ্জেলসের গ্রিফিথ পার্ক বিপর্যয়ে ৩১ জন মানুষ মারা যায়। তাই এই বিপর্যয়কে গ্রিফিথ পার্কের বিপর্যয়ের সাথে তুলনা করা হচ্ছে। গ্রিফিথ পার্ক বিপর্যয়ের ঘটনা ঘটে ১৯৩৩ সালে।

বিবিসি জানায়, এই দাবানলে পর্যন্ত অঙ্গরাজ্যটির ২ লাখ ৫০ হাজার মানুষকে সরে যেতে হয়েছে। এক্ষেত্রে সহায়তা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দাবানল এলাকায় বাতাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এটা আরও বেশি ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন এই বিপর্যয়কে বড় ধরনের বিপর্যয় ঘোষণা করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পকে। এই বিপর্যয়ের জন্যে ফেডারেল জরুরী তহবিল করতেও তিনি আহ্বান করেন।