‘যুদ্ধ চলবে’: খেরাসনে সাফল্যের পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, ‘যুদ্ধ চলবে’।
রুশ বাহিনীর কাছ থেকে খেরাসন পুনরুদ্ধারের সাফল্যের পর শনিবার কুলেবা এ কথা বলেন।
কম্বোডিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজকে তিনি বলেন, খেরাসন শহর পুনরুদ্ধারের পর, পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমি বুঝি যে- সকলেই যতো তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের অবসান চাচ্ছেন। আমরাও নিশ্চিতভাবে যে কারো চেয়ে যুদ্ধের অবসান আরো বেশি চাই। কিন্তু দেশকে মুক্ত করার লড়াই চলবে।