যৌনাচারের অভিযোগ অস্বীকার করেছেন জো বাইডেন

সেনেটর হিসাবে দায়িত্ব পালনের সময় ২৭ বছর আগে প্রাক্তন এক কর্মীর বিরুদ্ধে যৌনাচারের অভিযোগ নাকচ করেছেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক দলের সম্ভব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।

জো বাইডেন এখন ডেমোক্রাট দলীয় মনোনয়ন লাভের পথে, আর তাই জনগণের কাছে এই অভিযোগের ব্যাখ্যা দেবার জন্য তাঁর ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। জো বাইডেন MSNBC ‘র মর্নিংজো অনুষ্ঠানে বলেছেন এমন কোনো ঘটনা ঘটেনি। বলে খবর ভয়েস অপ আমরিকার।

অভিযোগ রয়েছে যে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বাইডেন ১৯৯৩ সালে স্টাফ-কর্মী “টারা রীয়াডি” কে দেয়ালে ঠেলে যৌনাচারের চেষ্টা করেছিলেন। জো বাইডেন ন্যাশনাল আর্কাইভকে এধরণের কোনো রেকর্ড খতিয়ে দেখবার আবেদন জানিয়েছেন।