কেরানীগঞ্জে র‍্যাব ও স্বাস্থ্যকর্মীসহ আরও ২২ জন করোনায় আক্রান্ত

ঢাকার কেরানীগঞ্জে নতুন করে র‍্যাব-১০ এর আরও সাত সদস্য, দুই স্বাস্থ্যকর্মী ও একজন ইউপি সদস্যসহ মোট ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে কেরানীগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৩ জনে এবং এক বৃদ্ধার (৬৬) মৃত্যুর মধ্য করোনায় সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন ও নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, নতুন আক্রান্তদের মধ্যে ১২ জনকে নিজ স্থানে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে এবং বাকি ১০ জনকে শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।