রংপুরে ‘শিশু-বান্ধব নগর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর সিটি কর্পোরেশন ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ অংশীদারিত্বে ‘আরবান প্রোগ্রাম’ এর অংশ হিসেবে “শিশু-বান্ধব নগর গড়তে প্রাইভেট সেক্টরের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা রংপুর চেম্বার এন্ড কমার্স মিলনায়তনে বৃহস্পতিবর বিকেলে অনুষ্ঠিত হয়।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মোঃ মোস্তফিজার রহমান মোস্তফা। বক্তব্য রাখেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান, রংপুর চেম্বার এন্ড কমার্সের সভাপতি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক, এবং রংপুর সিভিল সার্জন।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা জেসমিন হোসাইন এবং কর্মসূচী কর্মকর্তা হাফসা রহমান ইউনিসেফ সপোর্টেড আরবান প্রোগ্রামের উপর বক্তব্য রাখেন।