রংপুরে সরকারি স্টাফ কোয়াটারে অগ্নিকাণ্ড

রংপুর নগরীর ধাপ এলাকায় সরকারি স্টাফ কোয়াটারের একটি ভবনে অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

রোববার (২৭মে)  ওই ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্টাফ কোয়ার্টারে পুলিশের এসআই জয়নাল আবেদীনের পরিবার-পরিজন বসবাস করেন। আগুন লাগার ফলে ঘরের ভেতরে থাকা সোফা, খাট, টিভি-ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসআই জয়নাল আবেদীন জানান, বিদ্যুতের তারে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন চন্দ্র জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।  সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্টাফ কোয়ার্টারবাসীরা  জানান, ‘কিছুদিন আগে গণপূর্ত বিভাগ স্টাফ কোয়াটার সংস্কার ও মেরামত করেছে। তারা নিম্নমানের বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করায় গত এক মাসে এ নিয়ে এ কোয়াটারেই ৫ বার আগুন লাগার ঘটনা ঘটেছে।’

আজকের বাজার/এসএম