রাজধানীসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

রাজধানী ঢাকাসহ সারাদেশে উৎসব মুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

শীতের কারণে সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এখন পর্যন্ত দেশের কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রাজধানীর বিভিন্ন এলাকার ভোট কেন্দ্র গুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। বিশেষ করে নারী ভোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

রাজধানীর খিলগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখাগেছে, সকাল থেকেই পুরুষ ও নারীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এই কেন্দ্রে ভোটার শাহিনুর বেগম জানান, ‘এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, ভিড় অনেক বেশি। আমরা ভালভাবে ভোট দিচ্ছি।

কদমতলা স্কুল এন্ড কলেজের প্রিজাইডিং অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ‘সকাল থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে যেমন চলছে, এমনভাবে যদি চলে তাহলে আশা করি, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে। সব মিলিয় এখন পর্যন্ত পরিবেশ অনেক ভাল।

টাঙ্গাইল সংবাদদাতা জানান, টাঙ্গাইলের আটটি আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

গাজীপুর সংবাদদাতা জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের ভোট গ্রহণ অনুষ্ঠান।

মন্নু টেক্সটাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মো: মোশারফ হোসেন চৌধুরী জানান, অত্যন্ত শান্তিপূর্ণভাবে এসব কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আশা করি নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সু-সম্পন্ন করতে পারবো।

নাটোর সংবাদদাতা জানান, জেলার চারটি সংসদীয় আসনের ৫৬৬টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে।

রিটার্নিং অফিসার ও নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহনমূলক সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর।

ঝালকাঠি সংবাদদাতা জানান, জেলার দুইটি সংসদীয় আসনে ২৩৭ কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোরের কুয়াশা আর শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনা খবর পাওয়া যায়নি। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সকাল ৯ টায় ঝালকাঠি-২ আসনের ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এরপর তিনি নলছিটি উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

জয়পুরহাট সংবাদদাতা জানান, জেলার দু’টি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

মৌলভীবাজার সংবাদদাতা জানান, মৌলভীবাজার জেলার ৪টি আসনে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। কনকনে শীত থাকায় সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থতি বেশি দেখা যায় কেন্দ্র গুলোতে। মুন্সীগঞ্জ থেকে বাসস সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের ৩টি আসনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।

নড়াইল সংবাদদাতা জানান, নড়াইলের শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বেলা ১২ টার দিকে নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

মাগুরা সংবাদদাতা জানান, মাগুরার দুটি আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টায় মাগুরা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট সাইফুজ্জামান শিখর।

এছাড়াও কুষ্টিয়া, সিলেট, নোয়াখালী, রাজশাহী, খুলনা, হবিগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, দিনাজপুরসহ দেশের সকল জেলায় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনষ্ঠিত হচ্ছে বলে বাসস সংবাদদাতারা জানিয়েছেন। তথ্যসূত্র-বাসস

আজকের বাজার/এমএইচ