রাশিয়ার প্রতি ক্ষেপণাস্ত্র চুক্তি রক্ষার আহ্বান জার্মান পররাষ্ট্রমন্ত্রীর

জার্মান বুধবার জানিয়েছে, স্নায়ুযুদ্ধকালীন একটি অস্ত্র চুক্তি রক্ষার বিষয়টি রাশিয়ার উপর নির্ভর করছে।

ওয়াশিংটন সফরকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হিকো মাস ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি (আইএনএফ) চুক্তিটি রক্ষার জন্য দুই পরাশক্তির প্রতি আহ্বান জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘বলটি এখন রাশিয়ার কোর্টে।’

ওয়াশিংটন ও মস্কোর বৈঠককে সাধুবাদ জানালেও মাস বিদ্যমান রাশিয়ার প্রস্তাবগুলোকে অপ্রতুল হিসেবে উল্লেখ করে এর সমালোচনা করেন।

তিনি বলেন, এ ব্যাপারে ‘এখন পর্যন্ত সম্পূর্ণ স্বচ্ছতা দেখানোর ক্ষেত্রে রাশিয়ার আন্তরিকতা লক্ষ্য করা যায়নি।’
যুক্তরাষ্ট্র জানায়, রাশিয়া চুক্তিটি লংঘন করছে।

এই চুক্তির আওতায় ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ৫শ’ থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ নিষিদ্ধ। তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ