রাশিয়া ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এমন কোন ইঙ্গিত নেই : যুক্তরাষ্ট্র

রাশিয়া ইউক্রেনে পরমাণবিক, রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে এমন কোন ইঙ্গিত যুক্তরাষ্ট্র দেখতে পায়নি। সোমবার একজন সিনিয়র সামরিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া পারমাণবিক বোমা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোন ইঙ্গিত নেই।’ পরে তিনি আরো বলেন, এক্ষেত্রে রাশিয়ার রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারেরও কোন ইঙ্গিত পাওয়া যায়নি।
ইউক্রেন তেজস্ক্রিয় বোমা ব্যবহার করতে পারে এ ব্যাপারে রাশিয়া বারবার সতর্ক করার পর এমন মন্তব্য করা হলো। এতে মস্কোর হামলা জোরদারের আশঙ্কা করা হচ্ছে।