রিয়ালকে হুমকি, ক্লাব ছাড়তে পারেন রোনালদো!

ফুটবলারদের দলবদল বিষয়ে কোনো গুঞ্জন একবার ছড়ালে, তা আর থামে না। বরং ক্রমেই তা দানা বাধে। সম্প্রতি ক্রিস্তিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া নিয়ে যে গুঞ্জন উঠেছে, সেটিও ক্রমেই দানা বাধছে। গত সপ্তাহেই স্পেনের গণমাধ্যমে গুঞ্জন ছড়ায়, রিয়াল ছেড়ে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে চাচ্ছেন রোনালদো। সেই খবরের ভিত্তিতেই কিনা ইংল্যান্ডের গণমাধ্যম দিল আরও গরম খবর। ইংল্যান্ডের একাধিক পত্রপত্রিকার দাবি, রিয়াল ছেড়ে ইউনাইটেডে যোগ দেওয়ার কাছাকাছি ৫ বারের ব্যালন ডি’অর বিজয়ী।

সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একফ্রেমে বেধে একটা ভিডিও প্রকাশ করেছে স্পোর্টসমেইল। এর ভিত্তিতেই ইংল্যান্ড জুড়ে দানা বেধেছে রোনালদোর ইউনাইটেডে যোগ দেওয়ার জন্য।

ওদিকে স্পেনেও গুঞ্জনটা ক্রমেই ডালপালা গজাচ্ছে। রোনালদোর কয়েকজন সতীর্থই নাকি নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যম কর্মীদের বলেছেন, রিয়ালে রোনালদোর অস্বস্তি ক্রমেই বাড়ছে। ৩২ বছর বয়সী তাই ক্লাবকে তাড়না দিয়েছেন তাকে বিক্রি করে দেওয়ার জন্য!

এই গুঞ্জনের মধ্যে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা দিল নতুন আরেক খবর। পত্রিকাটির দাবি, বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে ক্লাব রিয়ালকে রীতিমতো হুমকি দিয়েছেন রোনালদো! এ মৌসুমের শুরু থেকেই মেসি-নেইমারের সমবেতনের দাবি তুলেছেন রোনালদো। মার্কার দাবি, মেসি-নেইমারের সমবেতন নয়, রোনালদো তাদের চেয়েও বেশি বেতন দাবি করেছেন ক্লাবের কাছে। মানে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হতে চাইছেন রোনালদো।

মার্কার এই খবরটি কতটা সত্য, বলবে সময়। তবে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দেওয়ার উপায়ও নেই। কারণ, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে বিশেষভাবে সমাদৃত মার্কা রিয়ালের মুখপাত্র হিসেবেই বিবেচিত। মার্কা জানিয়েছে, রোনালদো নাকি বলেছেন, এই মুহূর্তে বেতন-ভাতা বৃদ্ধির মাধ্যমে নতুন চুক্তির গুরুত্বটা বুঝতে পারছে রিয়াল কর্তারা!

মৌসুমের শুরুতেই বেতন-ভাতা বৃদ্ধির দাবি তোলেন রোনালদো। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাকি তখন বেতন বৃদ্ধির আশ্বাসও দিয়েছিলেন। তবে সেটা মুখে। ভেতরে ভেতরে রোনালদোর এই দাবিতে ক্ষুব্ধই হন পেরেজসহ রিয়াল কর্তারা। তাই রোনালদোর দাবি মানতে গড়িমসি করছেন তারা।

কর্তাদের এই ‘অবহেলা’র বিষয়টি নাকি ক্রমেই রোনালদোর ক্ষোভ-হতাশা আরও বাড়িয়ে দিচ্ছে। বার্নাব্যুতে নিজেকে ‘অসুখী’ ভাবতে শুরু করেছেন রোনালদো। এতে রিয়াল কর্তাদের সঙ্গে দূরত্ব আরও বাড়ছে। পেরেজ তাই রোনালদোর বেতন বাড়ানোর পরিবর্তে তাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনাই আঁটছেন! পেরেজের মাথায় এখন একটা ব্যাপারই ঘুরছে, যেকোনো মূল্যে নেইমারকে কেনা চাই। ফর্মহীন রোনালদো ‘সুখী নাকি অসুখী’, সেসব তার ভাবনার বিষয় নয়!

তবে এসব এখনো ‘গুঞ্জন’-এর মধ্যেই সীমাবদ্ধ। শেষ পর্যন্ত এসব গুঞ্জনই থাকে নাকি সত্যি হয়, সেটাই এখন দেখার।

আজকের বাজার: সালি / ১৬ জানুয়ারি ২০১৮