রেইন ট্রি হোটেলের বিরুদ্ধে ৩ মামলার সিদ্ধান্ত

দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় আলোচিত হোটেল রেইন ট্রিতে অভিযান চালানোর পর ৩টি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ভ্যাট, শুল্ক ফাঁকি ও মুদ্রা পাচারের অভিযোগে এই মামলা দায়ের করা হবে।

রোববার ১৪ মে অভিযান শেষে শুল্ক গোয়েন্দা বিভাগের যুগ্ম পরিচালক সাইফুর রহমান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে হোটেল রেইনট্রিতে অভিযান চালান শুল্ক গোয়েন্দারা। এ সময় ১০ বোতল মদ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার রেইনট্রি হোটেলের জেনারেল ম্যানেজার ফ্র্যাংক ফরগেট জানিয়েছিলেন, হোটেলটির মদের লাইসেন্স নেই।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে ওই দুই তরুণী গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যায়। সেখানে ওই দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয়।

আজকের বাজার:এলকে/এলকে/১৪ মে ২০১‌৭